গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত যে ঘোড়ার গাড়ি চলে, এগুলো বন্ধ করে দেয়া উচিত !

যদি বলেন, ভাই এটা তো পুরান ঢাকার ঐতিহ্য, তো বলবো ঘোড়াগুলোর প্রতি একটু দয়া কইরেন, একেকটা যে অবস্থায় এই গাড়ি টেনেই যাচ্ছে এগুলোর দিকে ভালোমতো তাকায়া দেইখেন... ছবিতে যে ঘোড়াটা দেখছেন এটারই শরীরের একটা যায়গায় ছিলে মাংস দেখা যাচ্ছে, ঐ জায়গাতেই বার বার জোড়ে দৌড়ানোর জন্যে বারিটা পরছে... আর অবুঝ ঘোড়া দৌড়েই যাচ্ছে, না যেয়ে কি উপায় বলুন !

সরকারের দৃষ্টি আকর্ষন করছি

Comments