ইন্টারনেটের আসল মালিক কে ?
কিছু দিন আগে আমি আর আমার এক বন্ধু চিন্তা করতে ছিলাম যে আসলে ইন্টারনেটের মালিক কে, কে বা কিভাবে ইন্টারনেট ছড়ায় আছে । সব কিছু কিভাবে কাজ করতেছে ।
আমরা ইন্টারনেট নিচ্ছি বিভিন্ন সিম কিংবা লোকাল ব্রডব্যান্ড প্রভাইডারের থেকে । কিন্তু তারা কোথা থেকে ইন্টারনেট পাচ্ছে ? তারা আমাদের থেকে টাকা নিয়ে তারা আবার কাকে দিচ্ছে ।
এই প্রশ্নের উত্তরের পূর্বে আমাদের সামান্য কিছু ধারণা দরকার ইন্টারনেট কিভাবে কাজ করে এ সম্পর্কে । আমরা হয়ত অনেকে জানি , আমরা যখন আমাদের কম্পিউটার, মোবাইল কিংবা অন্যান্য ডিভাইসে যখন ইউটিউব এ কোনো ভিডিও দেখার জন্যে প্লে করি তখন সেই ভিডিও টি ইউটিউবের ক্যালিফোর্নিয়ার সার্ভার থেকে সেই ভিডিও টি নিয়ে এসে প্লে করে আমাদের ফোনে । আমাদের চারিদিকে যেমন অক্সিজেন আছে তেমনি ইন্টারনেট ও ছড়িয়ে ছিটিয়ে আছে। একটি লাইন অন্য টির সাথে যুক্ত হয়ে বিশাল একটি নেটয়ার্ক তৈরী করেছে । যার কারণে ক্যালিফোর্নিয়ায় থাকা ভিডিও টি আমরা বাংলাদেশে বসে দেখতে পারচ্ছি । এক্ষেত্রে আমাদের ইন্টারনেট প্রভাইডার কে আমারা মাসিক একটি বিল দিচ্ছি।
যেহেতু ইন্টারনেটে কোটি কোটি ওয়েব সাইট রয়েছে সুতরাং, এগুলোর সার্ভারো বিভিন্ন জায়গায় রয়েছে । কিন্তু সব গুলো সার্ভারই একটি নেটওয়ার্কের মধ্যে যুক্ত। আর যেই কোম্পানি গুলো সব কিছু কে একটি নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করেছে সেই কোম্পানী গুলোই হচ্ছে ইন্টারনেটের আসল মালিক । তারা নিজেদের অর্থায়নে সমুদ্রের নিচে দিয়ে ক্যবল বসিয়ে সম্পুর্ন নেটওয়ার্কে কানেক্ট করে দিয়েছে । এধরনের কিছু কোম্পানী হল AT&T, Level 3 , Verizon Communication ইত্যাদি । এগুলো হলো টেলিকমিউনিকেশন কোম্পানি যারা বিশ্বব্যাপী ইন্টারনেট এর তার কানেক্ট করছে , এবং তারাই হচ্ছে ইন্টারনেটের আসল মালিক ।
এখানে আমরা বিল দিচ্ছি আমাদের লোকাল ইন্টারনেট প্রভাইডারদের এবং এর পর বিভিন্ন মাধ্যমে ঘুরে সেই টাকা গুলো যাচ্ছে টেলিকমিউনিকেশন কোম্পানির নিকট।
বিঃদ্রঃ ভূল ত্রুটি মাফ কইরা দিবেন :p
কিছু দিন আগে আমি আর আমার এক বন্ধু চিন্তা করতে ছিলাম যে আসলে ইন্টারনেটের মালিক কে, কে বা কিভাবে ইন্টারনেট ছড়ায় আছে । সব কিছু কিভাবে কাজ করতেছে ।
আমরা ইন্টারনেট নিচ্ছি বিভিন্ন সিম কিংবা লোকাল ব্রডব্যান্ড প্রভাইডারের থেকে । কিন্তু তারা কোথা থেকে ইন্টারনেট পাচ্ছে ? তারা আমাদের থেকে টাকা নিয়ে তারা আবার কাকে দিচ্ছে ।
এই প্রশ্নের উত্তরের পূর্বে আমাদের সামান্য কিছু ধারণা দরকার ইন্টারনেট কিভাবে কাজ করে এ সম্পর্কে । আমরা হয়ত অনেকে জানি , আমরা যখন আমাদের কম্পিউটার, মোবাইল কিংবা অন্যান্য ডিভাইসে যখন ইউটিউব এ কোনো ভিডিও দেখার জন্যে প্লে করি তখন সেই ভিডিও টি ইউটিউবের ক্যালিফোর্নিয়ার সার্ভার থেকে সেই ভিডিও টি নিয়ে এসে প্লে করে আমাদের ফোনে । আমাদের চারিদিকে যেমন অক্সিজেন আছে তেমনি ইন্টারনেট ও ছড়িয়ে ছিটিয়ে আছে। একটি লাইন অন্য টির সাথে যুক্ত হয়ে বিশাল একটি নেটয়ার্ক তৈরী করেছে । যার কারণে ক্যালিফোর্নিয়ায় থাকা ভিডিও টি আমরা বাংলাদেশে বসে দেখতে পারচ্ছি । এক্ষেত্রে আমাদের ইন্টারনেট প্রভাইডার কে আমারা মাসিক একটি বিল দিচ্ছি।
যেহেতু ইন্টারনেটে কোটি কোটি ওয়েব সাইট রয়েছে সুতরাং, এগুলোর সার্ভারো বিভিন্ন জায়গায় রয়েছে । কিন্তু সব গুলো সার্ভারই একটি নেটওয়ার্কের মধ্যে যুক্ত। আর যেই কোম্পানি গুলো সব কিছু কে একটি নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করেছে সেই কোম্পানী গুলোই হচ্ছে ইন্টারনেটের আসল মালিক । তারা নিজেদের অর্থায়নে সমুদ্রের নিচে দিয়ে ক্যবল বসিয়ে সম্পুর্ন নেটওয়ার্কে কানেক্ট করে দিয়েছে । এধরনের কিছু কোম্পানী হল AT&T, Level 3 , Verizon Communication ইত্যাদি । এগুলো হলো টেলিকমিউনিকেশন কোম্পানি যারা বিশ্বব্যাপী ইন্টারনেট এর তার কানেক্ট করছে , এবং তারাই হচ্ছে ইন্টারনেটের আসল মালিক ।
এখানে আমরা বিল দিচ্ছি আমাদের লোকাল ইন্টারনেট প্রভাইডারদের এবং এর পর বিভিন্ন মাধ্যমে ঘুরে সেই টাকা গুলো যাচ্ছে টেলিকমিউনিকেশন কোম্পানির নিকট।
বিঃদ্রঃ ভূল ত্রুটি মাফ কইরা দিবেন :p
Comments
Post a Comment