অবাস্তব হলেও সত্যি ! কেজি দরে বিক্রি হচ্ছে টাকা !

বাজার থেকে শুরু করে রাস্তার পাশে বিক্রি হয় টাকা। নকল নয়, আসল টাকাই বিক্রি হচ্ছে আফ্রিকার দেশ সোমালিল্যান্ডে। সেখানকার মুদ্রার নাম নাম ‘শিলিং’।

শিলিংয়ের দাম ব্যাপকভাবে কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ২০০০ সালে এক ডলার ছিল ১০ হাজার শিলিংয়ের কাছাকাছি। ২০১৭ সালের প্রথম দিকে ৯ হাজার শিলিংয়ের সমান ছিল এক ডলার। তাই ডলার বা ইউরোর নিরিখে সামান্য খরচ করলেই পাওয়া যেত কয়েক কেজি নোট!

শিলিংয়ের এমন মূল্যহীনতার কারণেই সোমালিল্যান্ডের টাকার গুরুত্ব ধীরে ধীরে কমতে শুরু করেছে। টাকার দাম এখানে এতই কম যে, এই টাকার বাজারে অতিরিক্ত নিরাপত্তা নেই! কারণ এগুলোর প্রতি চোর-ডাকাতদেরও তেমন আগ্রহ নেই।

Comments