বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত-সমালোচিত নাম হিরো আলম।

বুধবার দুপুরে নন্দীগ্রাম সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শারমিন আখতারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় হিরো আলমের সঙ্গে তার শুভাকাক্সক্ষীরা ছিলেন। এর আগে আলম জাতীয় পার্টি থেকে নির্বাচন করতে চেয়ে মনোনয়ন লাভে ব্যর্থ হন।


স্বতন্ত্র প্রার্থী হয়েই শেষ পর্যন্ত লড়বঃ হিরো আলম


বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত-সমালোচিত নাম হিরো আলম।



বুধবার দুপুরে নন্দীগ্রাম সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শারমিন আখতারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় হিরো আলমের সঙ্গে তার শুভাকাক্সক্ষীরা ছিলেন। এর আগে আলম জাতীয় পার্টি থেকে নির্বাচন করতে চেয়ে মনোনয়ন লাভে ব্যর্থ হন।


মনোনয়নপত্র জমা শেষে হিরো আলম বলেন, জাতীয় পার্টি থেকে মনোনয়ন চেয়েছিলাম। এখনো মনোনয়নের সেই আশা শেষ হয়ে যায়নি। তবু কোনো কারণে মনোনয়ন না পেলে নির্বাচনী মাঠ ছাড়ব না। স্বতন্ত্র প্রার্থী হয়েই শেষ পর্যন্ত লড়ব। হিরো আলম কথা দিলে কথা রাখে। নির্বাচনের যখন ঘোষণা দিয়েছি, ফল ঘোষণা পর্যন্তই মাঠে থাকব।



জেলার কাহালু ও নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত এই আসনে গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৫ প্রার্থী। এ আসনটি গত নির্বাচনে মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জাসদ প্রার্থী নির্বাচিত হন।

x

Comments